নীলফামারীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ১২:৪২

সাহস ডেস্ক

নীলফামারীতে এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার সময় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে আদালতে নিলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন। গ্রেপ্তারকৃতরা হলেন-ওয়াহেদ আলীর ছেলে জীবন ইসলাম (১৮), রবিউল ইসলামের ছেলে ফিরোজ ইসলাম (১৯) ও মৃত মনছুর আলীর ছেলে সোহেল রানা (২১)। তারা সবাই নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর বাসটার্মিনাল এলাকার বাসিন্দা।

জানা যায়,দিনাজপুর জেলার খানসামা উপজেলার দুবলিয়া এলাকার রঞ্জন চন্দ্র রায়ের ছেলে কিশোর তমাল চন্দ্র রায় (১৬) গত বুধবার সকাল দশটার দিকে সৈয়দপুর শহরে আসে। বাড়ি ফেরার পথে বাসটার্মিনালের খালেক পাম্প সংলগ্ন এলাকা থেকে ওই তিন যুবক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তমাল রায়ের বাবাকে ফোন করে মুক্তিপণ হিসাবে ২০ হাজার টাকা দাবি করলে তাৎক্ষনিক তমালের বাবা র‌্যাব-১৩ তে বিষয়টি অবহিত করেন। এরপর কৌশল অবলম্বন করে তমাল রায়ের বাবা মুক্তিপণ্যের ২০ হাজার টাকা দিতে রাজি হন।

অপহরণকারীদের দেওয়া ঠিকানা অনুযায়ী রাতে সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের মদিনা জামিয়াতুল মাদ্রাসার সামনে র‌্যাবের সদস্যরা সাদা পোশাকে অবস্থান নেন। সেখানে তমালের বাবা মুক্তিপণের টাকা নিয়ে এলে অপহরণকারীরা সেই টাকা নিতে আসে। তখনি র‌্যাব তাদের গ্রেপ্তার ও অপহৃত তমাল রায়কে উদ্ধার করেন। এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর  কমান্ডার স্কোয়াড্রন লিডার আব্দুর রাজ্জাক খান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে অপহরণকারীদের থানায় হস্তান্তর করেন র‌্যাব। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করলে বিচারক তাদের জেলা কারাগারে প্রেরণ করেন।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত