পঞ্চগড়ে জ্বালানি তেল কারচুপির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ১৭:৩৫

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড়ে পেট্রোল ও অকটেনে কারচুপি করার অভিযোগে সমবায় সমিতি ফিলং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার সমবায় সমিতি ফিলিং স্টেশনকে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোদা উপজেলার এলিট, সোনার বাংলা, শাবাব ও সমবায় সমিতি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেট্রোল ও অকটেনে পরিমাপে কম পাওয়ায় সমবায় সমিতি ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা করে এবং পরবর্তীতে মেশিন ঠিক করে তেল বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়। ভোক্তারা যাতে সঠিক মাপে তেল পায় সে লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত