ভাঙ্গারির গোডাউনে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৬

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ১৩:২২ | আপডেট: ০৯ আগস্ট ২০২২, ১৩:৫০

নিজস্ব প্রতিবেদক
ছবি : শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

রাজধানীর কামারপাড়ায় রাজাবাড়িতে একটি ভাঙ্গারির গোডাউনে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার (০৮ আগস্ট) আলামিন (৩০) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তিনি মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে কামারপাড়া রাজারবাড়ি পুকুরপাড় এলাকায় একটি রিকশা গ্যারেজের পাশে ভাঙ্গারি দোকানে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রিকশা গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। এতে আট জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে ছয় জন মারা গেলেন। চিকিৎসাধীন বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সাহস২৪.কম/এসএস