ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে আহত তিনজন মারা গেছেন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১৩:১৬

নিজস্ব প্রতিবেদক
ছবি : শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ভাঙ্গারির দোকানে শনিবার (৬ আগস্ট) দুপুরে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে মারা গেছেন তিনজন। রবিবার (৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে গাজী মাজহারুল ইসলাম (৪৭) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান।

তার আগে শনিবার রাত ১১টার দিকে আলমগীর হোসেন আলম (২৩) এবং শনিবার দিবাগত রাত ২টার দিকে নূর হোসেন (৬০) নামে দুজনের মৃত্যু হয়। তিনটি মৃতদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। 

হাসপাতালের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহতদের সবার শরীরের ৪৫ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

তুরাগ থানার ওসি মেহেদী হাসান জানান, উত্তরা কামারপাড়া এলাকায় ওই ভাঙ্গারির দোকানের পাশে রিকশা গ্যারেজ রয়েছে। ভাঙারির দোকানে পুরনো ফেলে দেওয়া মালপত্রের গুদাম ছিল। সেখানে হ্যান্ড স্যানিটাইজারসহ নানা দাহ্য পদার্থও ছিল। শনিবার দুপুরে ভাঙাড়ির দোকানে পারফিউমের বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। তাতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত