স্বামীর ওপর রেগে নিজ শরীরে আগুন, মারা গেলেন নারী চিকিৎসক

প্রকাশ | ২৯ জুন ২০২২, ১৪:০২

অনলাইন ডেস্ক

রাজধানীর ওয়ারীতে স্বামীর সঙ্গে রাগারাগির জেরে নিজ শরীরে হেক্সিসল দিয়ে আগুন দেওয়ার ঘটনায় নারী চিকিৎসক অদিতি সরকার (৩৮) মারা গেছেন। বুধবার (২৯ জুন) সকাল সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয় তার। অদিতি মিটফোর্ড হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রারার হিসেবে কর্মরত ছিলেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিটফোর্ড হাসপাতালের এক নারী চিকিৎসক আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। সকাল সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউয়ের ১৮ নম্বর বেডে মারা যান তিনি। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।’

এ বিষয়ে দগ্ধ চিকিৎসকের স্বামী প্রকৌশলী মানস মণ্ডল বলেন, ‘আমার স্ত্রী মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার দুপুরে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সে শরীরে হেক্সিসল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়।’

প্রসঙ্গত, ‘স্বামীর সঙ্গে রাগারাগির জেরে গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নিজেই শরীরে জীবাণুনাশক হেক্সিসল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই চিকিৎসক। শরীরের ৫০ শতাংশ দগদগে পোড়া ঘা নিয়ে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। উল্লেখ্য, হেক্সিসল হলো এক ধরনের হ্যান্ড স্যানিটাইজার; যাতে ৬০ শতাংশ বা তারও বেশি অ্যালকোহল রয়েছে।’

সাহস২৪.কম/এআর/এএম/এসকে.