১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ | ২৫ জুন ২০২২, ১৬:৪১

অনলাইন ডেস্ক

পদ্মা সেতু উদ্বোধনের পর সেতু পার হওয়ার সময় মোট ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৮টি গাড়ি ছিল। শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৪৭ মিনিটে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে টোল দেন প্রধানমন্ত্রী। এরপর সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যান। পদ্মা সেতুর টোলকর্মী তানিয়া আফরিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রীই প্রথম ব্যক্তি, যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন। পদ্মা সেতু আজ যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করা হলেও রবিবার (২৬ জুন) সকাল ছয়টায় সর্বসাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর আগে শুক্রবার (২৪ জুন) পদ্মা বহুমুখী সেতুর টোল প্লাজার জন্য মাওয়া প্রান্তে টোল প্লাজা অতিক্রম করে গাড়ি নিয়ে ট্রায়াল রান দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাহস২৪.কম/এআর/এ এম/এসকে.