নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা

প্রকাশ : ২৬ মে ২০২২, ১৭:১৯

সাহস ডেস্ক

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করছেন মনিরুল ইসলাম।

জানা গেছে, বেগম খালেদা জিয়াসহ দেশের প্রবীণ নাগরীকদের ‘হত্যার হুমকি’র প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এর অংশ হিসাবে নড়াইল জেলা বিএনপির নেতাকর্মীরা দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে অবস্থান করছিলেন। এদিন দুপুর ১টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভপতি শেখ আশরাফুজ্জামান মুকুল ও সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধনের নেতৃত্বে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিলে মনিরুল ইসলামের বাড়িতে হামলা করে। এ সময় ইট-পাটকেল ও লাঠির আঘাতে ঘরের জানালার কাচ ভেঙে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র জুলফিকার আলীর বাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে।

জেলা ছাত্রলীগের সাবেক সভপতি শেখ আশরাফুজ্জামান মুকুল ও সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধান হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির সন্ত্রাসী-নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ জনগণ রুখে দাঁড়িয়েছে।’

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত