বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশ | ১৮ মে ২০২২, ১৫:১৭

অনলাইন ডেস্ক

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বুধবার (১৮ মে) ভোর রাতে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-মাইক্রোবাস চালক মনিরুজ্জামান (৩৬)  ও যাত্রী আল মাহবুব (৪২)। দুজনই চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-৭৫৮৬) সাথে পঞ্চগড় থেকে পাবনাগামী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও যাত্রী নিহত হন। মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। মৃতদেহ দুটি বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হবে।

সাহস২৪.কম/এএম/এসকে.