সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ দিলো হাইকোর্ট

প্রকাশ : ১৮ মে ২০২২, ১৪:৪১

সাহস ডেস্ক

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে দেওয়া জামিন বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে তাকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৮ মে) বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোঃ ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এজিএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তিন শর্তে ৯ জুন পর্যন্ত জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন মঞ্জুর করেন।

এর পর গত সোমবার (১৬ মে) দুর্নীতি মামলায় সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। মঙ্গলবার (১৭ মে) দুদকের আবেদনের ওপর শুনানি হয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন মনসুরুল হক চৌধুরী।
রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। শুনানি শেষে বুধবার (১৮ মে) সম্রাটের জামিন বাতিল সহ সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত।

বর্তমানে সম্রাট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত