ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে সংসদীয় কমিটির আলোচনা

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১৭:৪১

সাহস ডেস্ক

সংসদীয় কমিটির বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বুধবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং মো. হাবিবে মিল্লাত।

বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সম্প্রতি সম্পন্ন নিরাপত্তা সংলাপের ফলাফল নিয়েও এ বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সুইডেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। বাংলাদেশ-সুইডেন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ধারা অব্যাহত রাখার ব্যাপারে কমিটি এ সময় আশাবাদ ব্যক্ত করেছে। পররাষ্ট্র সচিবসহ বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত