৬৭ বছর বয়সী ব্যক্তির স্বেচ্ছামৃত্যু
প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ১৬:১৩


মাগুরার শ্রীপুরে গলায় দড়ি দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে শ্রীপুর থানাধীন সব্দালপুর ইউনিয়নের তাড়াউজিয়াল গ্রামে।
নিহত মো. নবাব মিয়া ওই গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুখদেব রায় জানান, স্থানীয় জনগণ তার লাশ গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সাহস২৪.কম/এসটি/এসকে.
মতামত দিন | পুরনো ফলাফল |