চট্টগ্রামে আসবাব কারখানায় আগুন, দুজনের মরদেহ উদ্ধার

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২২, ১৮:২২ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২, ১৮:৫৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরে একটি আসবাব তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। সেখানে এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস দুজনের মরদেহ উদ্ধার করেছে। আরো কেউ দগ্ধ হয়েছে কি না তা এখনো জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরের আকবর শাহ থানার কর্নেলহাট সিটি গেট এলাকার ‘পিটুপি ফার্নিচার’ কারখানায় আগুন লাগে।

আগুনে পুড়ে যে দুজন মারা গেছেন তারা ওই কারখানার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সেখানে আগুন নেভানোর কাজ চলছিল।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আজ বেলা ৩টা ৫০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। আগুন লাগার সময় ভেতরে শ্রমিকেরা কাজ করছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

তিনি জানান, আগুন এখনো জ্বলছে। কারখানা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো কেউ আছেন কি না, আগুন নিভলে বলা যাবে।