মিরসরাইয়ের একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১১:০৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ১৩:২৪

অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার সোনাপাহাড় গ্রামে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার জোড়াগঞ্জ ইউনিয়নের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাবা একই এলাকার মোস্তফা (৫৮), তার স্ত্রী জ্যোৎস্না বেগম (৫০) ও ছেলে আহমদ হোসেন (২২)। এ ঘটনায় নিহত মোস্তফার আরেক ছেলে সাদ্দামকে (২৬) আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দিবাগত গভীর রাতে নতুন বাজার এলাকার মোস্তফা সওদাগরের বাড়িতে তিনজনকে হত্যার এ নির্মম ঘটনাটি ঘটে। খুনিরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তাদের। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। উৎসুক মানুষ এবং সাংবাদিকদের ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে না।

জোড়াগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। তবে তাদের কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।