ভাসানচর ক্যাম্প থেকে পালাতে গিয়ে আটক ২৪ রোহিঙ্গা

প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ১০:৫৭

সাহস ডেস্ক
ছবি: সংগৃহিত

ক্যাম্প থেকে পালানোর সময় নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের পাঁচ নারী ও ১৪ শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে আড়াই ঘণ্টার অভিযানে ভাসানচর থেকে উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, গত বুধবার রাত ২টার দিকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে গোপনে জঙ্গলে অবস্থান নেয় ২৪ রোহিঙ্গা। দালালের মাধ্যমে বোটযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পালাতে চেয়েছিলো তারা। 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মাধ্যমে সিআইডি অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সাহস২৪.কম/এসটি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত