শেখ হাসিনার জন্মদিনে মুক্তি পেলেন ১৯৬ দিন ধরে কারাবন্দী ঝুমন দাস

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৭

সাহস ডেস্ক
ছবি: সংগৃহিত

ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ তুলে হেফাজত নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় জামিনে মুক্তি পেয়েছেন শাল্লার ঝুমন দাস।

সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঝুমন দাসের আইনজীবী অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস। গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ তাকে জামিন দেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হক নিয়ে সমালোচনার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঝুমন দাস সাত মাস কারাগারে ছিলেন।

গত ১৬ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ঝুমন দাসের বিরুদ্ধে সমালোচনা করার অভিযোগ ওঠে। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে ওই দিন রাতে তাকে আটক করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত