ডেঙ্গু পরিস্থিতি

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০১

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৩

অনলাইন ডেস্ক

করোনা মহামারীর ভয়াবহতার মধ্যেই গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩০১ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িলো এক হাজার ২৭১ জন। এখনো পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো তথ্যে এ পরিসংখ্যান জানানো হয়।

সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩০১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি ২৫৩ জন। আর ঢাকার বাইরে আছেন ৪৮ জন।

এরমধ্যে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি এক হাজার ২৭১ জন। শুধুমাত্র ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৮৩ জন। এছাড়া অন্যান্য বিভাগে সর্বমোট ১৮৮ জন।

সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৫৬ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৩১ জন।

সাহস২৪.কম/এসটি/জিজি