ডেঙ্গু পরিস্থিতি

নতুন করে হাসপাতালে ভর্তি আরও ৩১৭: মৃত্যু ১

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:১৪ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩

অনলাইন ডেস্ক

করোনা মহামারীর ভয়াবহতার মধ্যেই গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৫১ জন। এর মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং ঢাকার বাইরে ৫৮ জন। বাকীরা দেশের বিভিন্ন স্থানের। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৪ জন। 

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ৭৫ জন, আর বাকি ১৭০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

জানা যায় চলতি মাসের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭ জন রোগী।

 সাহস২৪.কম/এসটি/জিজি