কিশোর ধর্ষণ, কারাগারে সাবেক সেনা সদস্য

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৯

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ে মো. তমিজউদ্দীন (৫৭) নামে এক সাবেক সেনা সদস্যকে কিশোর (১৩) ধর্ষণের মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর গ্রামের নিজ বাড়ি থেকে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরের বাবা। মামলার পর তমিজউদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগী কিশোরের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া জানান, তমিজউদ্দিনকে গ্রেপ্তার করে সোমবার পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাহস২৪.কম/এসটি/এসকে.