এবার বজ্রাপাতে প্রাণ গেলো দুই রোহিঙ্গার

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯

সাহস ডেস্ক

দেশে স্বাভাবিক বিষয়ের মতো বেড়েই চলেছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। দেশের জনগণকে ছাপিয়ে এবার কক্সবাজারের উখিয়ার বালুখালীতে বজ্রাঘাতে নিহত হয়েছেন দুই রোহিঙ্গা। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বালুখালী রোহিঙ্গা শিবিরের ১৭ নম্বর ক্যাম্পে। 

নিহতরা হলেন, বালুখালী ক্যাম্প ২/ইস্টের বাসিন্দা জামাল হোসেনের ছেলে মোহাম্মদ হারেজ (৩৫) ও ক্যাম্প ৮/ইস্টের বাসিন্দা মোহাম্মদ হাসেমের ছেলে নজিমুল হাসান (২৫)। তবে আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

এপিবিএন ও ক্যাম্প ইনচার্জের অফিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে নিজেদের ক্যাম্প থেকে পাশে ১৭ নম্বর ক্যাম্পে শ্বশুরবাড়িতে বেড়াতে যান হারেজ ও হাসেম। সকালে ঝড়ো বাতাসহ বৃষ্টি শুরু হলে বসতঘরের ত্রিপাল ঠিক করতে বের হন দুই হারেজ ও হাসান। এসময় বজ্রাঘাতে তারা মারা যান।

সাহস২৪.কম/এসটি/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত