ভারতে পাচারকালে স্বর্ণের বার উদ্ধার

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০

সাহস ডেস্ক

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক বাসযাত্রীর শরীর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  আটক ব্যক্তির নাম মনিরুল ইসলাম এবং সে কলারোয়ার বাসিন্দা বলে জানা গেছে। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানিয়েছে বিজিবি।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রজবাকসা বাজার এলাকায় ওই স্বর্নের বার উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বিজিবির ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গোপন সূত্রে খবর পেয়ে বাসযাত্রী মনিরুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে স্বর্ণের আটটি বার জব্দ করা হয়। এর ওজন একশ তোলা। বাজারমূল্য ৭৩ লাখ টাকা।

এ ঘটনায় মনিরুলের বিরুদ্ধে কলারোয়া থানায় চোরাচালানের একটি মামলা করা হয়েছে।

সাহস২৪.কম/জেএস/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত