আবারো পদ্মাসেতুতে ধাক্কা, পরিদর্শনে যাচ্ছেন ওবায়দুল কাদের

প্রকাশ | ৩১ আগস্ট ২০২১, ১২:১৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২১, ১৩:০৪

অনলাইন ডেস্ক

পদ্মাসেতুর স্প্যানে ফেরির ধাক্কা লাগার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আজ সকাল ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মধ্যদিয়ে ডকইয়ার্ড থেকে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এসময় সেতুর স্প্যানের সাথে ধাক্কা লাগে ফেরির মাস্তুলের। এতে মাস্তুল ক্ষতিগ্রস্থ হলেও ফেরি যাত্রী ও যানবাহন শূণ্য থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, সেতু পার হয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা। ভুলে এটি নামানো হয়নি। সেতুর স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে। সেতুর স্প্যানের কিছুই হয়নি। ফেরিও ঘাটে চলে গছে।

সাহস২৪.কম/জেএস/এসকে.