যাত্রাবাড়ীতে ফার্নিচারের দোকানে আগুন

প্রকাশ | ০৬ আগস্ট ২০২১, ১৫:৫০ | আপডেট: ০৬ আগস্ট ২০২১, ১৫:৫৩

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

আজ শুক্রবার (৬ আগস্ট) দুপুর ২টা ৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি বলেন, যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোন তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সাহস২৪.কম/এসটি/এসকে.