হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ০০:০১

সাহস ডেস্ক

আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত নেতা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে র‌্যাবের একটি দল এ অভিযান শুরু করে।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, হেলেনা জাহাঙ্গীরের গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কের বাসায় অভিযান শুরু করেছে র‍্যাব-২ এর একটি দল।

হেলেনা জাহাঙ্গীর

গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হেলেনা জাহাঙ্গীরকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে। উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি দেওয়ার আগে গত শনিবার রাতে মেহের আফরোজ গণমাধ্যমকে বলেছিলেন, উপকমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারছেন না হেলেনা জাহাঙ্গীর। তাঁর কিছু কিছু কাজ বিব্রত করছে সংগঠনকে। এ জন্য উপকমিটির সদস্যপদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

তিনি আরও বলেন,  গত ১৭ জানুয়ারি জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হয়েছিলেন। তার আগে ২০২০ সালের ডিসেম্বরের দিকে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। আবদুল মতিন খসরু মারা গেলে ওই আসনে মনোনয়নের জন্য দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। তবে মনোনয়ন পাননি।

সম্প্রতি ফেসবুকে চাকরিজীবী লীগের পোষ্টারে নেতা নিয়োগের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে যান হেলেনা জাহাঙ্গীর। বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের এই সংগঠনের ব্যানারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দেন তিনি। কথিত এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত