দেশে নতুন ৩ উপজেলা; নাম পরিবর্তন একটির

প্রকাশ | ২৬ জুলাই ২০২১, ১৮:৪৭ | আপডেট: ২৬ জুলাই ২০২১, ১৮:৫১

অনলাইন ডেস্ক

দেশের ৩টি থানাকে উপজেলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। থানা গুলো হলো কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। এর ফলে দেশে মোট উপজেলা সংখ্যা দাঁড়াচ্ছে ৪৯৫টি। এছাড়াও সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে।

২৬ জুলাই (সোমবার) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়।

ভার্চ্যুয়ালি এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সাহস২৪.কম/সজল/এসকে.