চাঁপাইনবাবগঞ্জ

নির্মাণাধীণ সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ১৬:৫৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে কাজ করতে নেমে ট্যাংকে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় রতন কর্মকার ওরফে কালু (২২) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকাল ১০টার দিকে বারঘরিয়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। কালু ওই ইউনিয়নের নতুন বাজার এলাকার বিরেন কর্মকারের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মেহেরুল ইসলাম ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বারঘরিয়া শাখা অগ্রণী ব্যাংকের পাশে নির্মাণাধীন একটি ভবনের নতুন সেফটি ট্যাংকে নেমে ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন কালু।

বিষয়টি জানতে পেরে পাশের সোনামসজিদ মহাসড়কে লকডাউন চেকপোষ্টে ডিউটিরত ব্যাটালিয়ন আনসার, রাজশাহীর সদস্য বেলাল হোসেন(৩০) এগিয়ে এসে কালুকে উদ্ধারে ট্যাংকে নামলে তিনিও অসুস্থ হয়ে পড়েন।

এ সময় অন্য আনসার সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা ট্যাংক থেকে দু'জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। এর পরপরই সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান কালু। বেলালকে চিকিৎসা দিয়ে আশংকামূক্ত করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ক্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান উপপরিদর্শক আমিনুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত