তেঁতুলিয়ায় কোরবানির হাটে জরিমানা

প্রকাশ | ১০ জুলাই ২০২১, ১৪:০০

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে কোরবানির পশুর হাট বসানোর পূর্ব প্রস্তুতি নিতে গিয়ে গরুর হাট ইজারাদার আব্দুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ওমর আলী নামে এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১০ জুলাই) সকালে শালবাহান দাখিল মাদ্রাসা মাঠে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। এর আগে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন হাট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ অমান্য করে আসন্ন পবিত্র ঈদ উল আযহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাট বসানোর পূর্ব প্রস্তুতি গ্রহণের দায়ে শালবাহানহাট ইজারাদার আব্দুর রশিদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ওমর আলীকে স্বাস্থ্যবিধি না মানায় ৫০০ টাকা জরিমানা করা হয়।