পঞ্চগড়ে গরুর হাট: ৩ জনকে ২ লক্ষ টাকা জরিমানা

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ২০:৪০

ডিজার হোসেন বাদশা

করোনা বিস্তার রোধে প্রশাসনের নির্দেশনা অমান্য করে গোপনে গরুর হাট বসানোর দায়ে হাট ইজারাদারসহ ৩ জনকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন। একই সাথে জরিমানার পাশাপাশি গরুর হাট ভেঙ্গে দেয়া হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে পৌর এলাকার রাজনগর হাটে অভিযান পরিচালনা করে হাট ভেঙ্গে দেয়ার পাশাপাশি এই জরিমানা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন।

সূত্রে জানা যায়, গত শনিবার (৩ জুলাই) থেকে জেলার সব পশুর হাট বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রশাসনকে ফাঁকি দিয়ে গোপনে পঞ্চগড়ের সবচেয়ে বড় গরুর হাটে জনসমাগম করায় হাট ইজারাদার মোশারফ হোসেন, সহযোগী নবিন ও রিপনকে ৫০ হাজার করে মোট ২লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত