আম পেয়ে আপ্লুত মমতা ব্যানার্জি

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ১৮:৫২

সাহস ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের আম পেয়ে আপ্লুত পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা ব্যানার্জি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

চিঠিতে মমতা লিখেন, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।  আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।

এর আগে গত রবিবার (৪ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য দুই হাজার ৬০০ কেজি আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্স ল্যান্ডে উপহারের আমের প্যাকেট ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদেরের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত