ই-ভ্যালির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ১৭:৩৭

সাহস ডেস্ক

অনলাইন মার্কেটপ্লেস ই-ভ্যালির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের পক্ষ থেকে ই-ভ্যালির আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সংস্থাটির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থার সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্য হলেন— সহকারী উপ-পরিচালক মুহাম্মদ শিহাব সালাম।

দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি তারা বাণিজ্য মন্ত্রণালয় থেকে ই-ভ্যালির আর্থিক অনিয়ম খতিয়ে দেখার বিষয়ে একটি চিঠি পেয়েছে। ওই চিঠির সূত্র ধরেই অনুসন্ধান শুরু করা হয়েছে।

চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ইভ্যালি ডটকমের চলতি সম্পদ দিয়ে মাত্র ১৬.১৪ শতাংশ গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারবে বা অর্থ ফেরত দিতে পারবে। বাকি গ্রাহক এবং মার্চেন্টের পাওনা পরিশোধ করা ওই কোম্পানির পক্ষে সম্ভব নয়। এছাড়া গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে নেওয়া ৩৩৮.৬২ কোটি টাকার কোনো হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না, যা আত্মসাৎ কিংবা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত