করোনায় মৃত চিকিৎসককে বদলি!

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ১৭:৫৯

সাহস ডেস্ক

বগুড়ায় করোনা (কোভিড-১৯) মোকাবিলা করতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে একসঙ্গে ৫৪ চিকিৎসককে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলির এই তালিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় মাস আগে মারা যাওয়া চিকিৎসকের নামও আছে।

সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। ওই চিকিৎসকের নাম ডা. জীবেশ কুমার প্রামাণিক।

ওই প্রজ্ঞাপনে ৫৪ চিকিৎসকের মধ্যে ৪৩ জনকে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট করোনা বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতালে, ৮ জনকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ও তিনজনকে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে

প্রজ্ঞাপনে চিকিৎসকদের নামের তালিকার ১৫ নম্বর ক্রমিকে আছেন ডা. জীবেশ কুমার প্রামাণিক। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন তিনি। এরপর তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জানুয়ারি মারা যান। ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত