রামগতির সাবেক সাংসদের বাড়িতে ভয়বহ অগ্নিকাণ্ড

প্রকাশ | ২৯ জুন ২০২১, ১৮:১৬

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্যাহ আল মামুনের বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও মালামালসহ বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা বড়খেরী ইউনিয়নস্থ নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাবেক সাংসদের ভাতিজা আরমান হোসেন মিরাজ জানান, রাত দেড়টার দিকে বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে চারদিকে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ারসার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসাসহ আসবাবপত্র ও নির্মাণ কাজের জন্য আনা মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রামগতি ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো: সেলিম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং রামগতি ফায়ারসার্ভিসের ২টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।