বুধবার থেকে ‘লকডাউন’ মেহেরপুর

প্রকাশ : ২৩ জুন ২০২১, ০১:১৪

সাহস ডেস্ক

জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুন (বুধবার) থেকে ৭ জুলাই পর্যন্ত ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। 

মঙ্গলবার (২২ জুন) বিকালে এক জরুরী ভার্চুয়াল জুম-কনফারেন্সে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

জেলা প্রশাসক জানান, আগামীকাল ২৩ জুন বুধবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ জুলাই পর্যন্ত ১৫ দিন লকডাউন বহাল থাকবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে এ সভায় সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহা. মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে লকডাউনকালে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজার, মুদি দোকান, কৃষিকাজের জন্য প্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং আন্তঃজেলা ও দুরপাল্লার গণপরিবহন বন্ধ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত