মসজিদের দানবাক্সে ২ কোটি ৩৩ লাখ টাকা

প্রকাশ : ২০ জুন ২০২১, ০০:৩৮

সাহস ডেস্ক

কিশোরগঞ্জের পাগলা মসজিদের সজিদের আটটি দানবাক্সে গত পাঁচ মাসে জমেছে দুই কোটি ৩৩ লাখের বেশি টাকা, চার কেজির মতো সোনা-রূপা এবং বিস্তর বিদেশি মুদ্রা।

শনিবার (১৯ জুন) সকাল ৯টার দিকে দুই শতাধিক মানুষ বারোটি বস্তায় রাখা এসব মুদ্রা গুনতে শুরু করেন। অংশ নেন ১২৭ জন ছাত্র, ৫২ জন ব্যাংক কর্মকর্তা ও মসজিদ কমিটির ৩৩ জন সদস্য।

চলতি বছরের ২৩ জানুয়ারি সর্বশেষ মসজিদটির দানবাক্স খোলা হয়েছিলো। সেদিন দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া যায়। এর আগে গত বছরের ২২ আগস্ট সিন্দুক খোলা হলে এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা পাওয়া যায়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসন তত্ত্বাবধানে বিকেল নাগাদ গণনা শেষে দেখা যায়, সেখানে ছিল, ২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৮৯ টাকা। আরো ছিল প্রায় চার কেজির মত সোনা ও রূপার গহনা। বিদেশি মুদ্রার মধ্যে ছিল ভারতীয় রুপি সবচাইতে বেশি। আরো পাওয়া গেছে ডলার, ইউরো, সৌদি রিয়েল, ইয়েন, দিনার ইত্যাদি বিদেশি মুদ্রা। তবে বিদেশি মুদ্রার সঠিক পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, তিন মাস পরপর দানবাক্সগুলো খোলার কথা থাকলেও এবার খোলা হলো প্রায় পাঁচ মাস পর। শেষবার গত জানুয়ারি মাসেও চার মাস পর দানবাক্স খোলা হয়েছিল।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদের সভাপতি মোহাম্মদ শামীম আলম দুপুরে টাকা গণনার কাজ দেখতে মসজিদে যান। এদিকে টাকা গণনা দেখতে শহরের বিশিষ্ট ব্যক্তিরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ মসজিদে আসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত