শোবার ঘর থেকে ২৫ ডিমসহ পাঁচ ফুট লম্বা গোখরা উদ্ধার

প্রকাশ | ১৯ জুন ২০২১, ০২:২৮ | আপডেট: ১৯ জুন ২০২১, ০২:২৯

অনলাইন ডেস্ক

যশোরের বাঘারপাড়া উপজেলার এক ভ্যানচালকের শোবার ঘর থেকে ২৫টি ডিমসহ একটি বিষধর সাপ (গোখরা) উদ্ধার করা হয়েছে। সাপটি পাঁচ ফুট লম্বা মা গোখরা।

শুক্রবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঘরের মেঝের মাটি খুঁড়ে সাপটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভ্যানচালক তছির শেখ বলেন, আমার মেয়ে পিনজিরা শোবার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পায়। এ সময় গর্তের মুখে সাপের একটি খোলসও পড়েছিল। প্রতিবেশীদের সঙ্গে পরামর্শ করে শুক্রবার সকালে একজন ওঝা বাড়িতে নিয়ে আসি। তিনি স্থানীয়দের সহযোগিতায় ঘরের মেঝের ওই গর্ত খোঁড়া শুরু করেন। একপর্যায়ে খাটের নিচে ওই গর্ত থেকে ২৫টি ডিমসহ একটি বিষধর মা সাপ (গোখরা) উদ্ধার করেন তিনি।

ওঝা ইয়াসিন হোসেন জানান, সপ্তাহখানেক পরই ডিমগুলো ফেটে বাচ্চা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়তো। গোখরা সাধারণত ঘরের মেঝেতে থাকে। মাটির নিচে ডিম পাড়ে এবং মা সাপটি আশপাশে অবস্থান করে।