সাতক্ষীরায় ১০০ জনের নমুনায় ৪৯ জনই শনাক্ত

প্রকাশ : ১৫ জুন ২০২১, ১৪:৪৯

সাহস ডেস্ক

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুন) রাতে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৮ দশমিক ৯২ শতাংশ। সে হিসেবে ১০০ জনের নমুনা পরীক্ষা করে প্রায় ৪৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এদিকে সোমবার পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২৫৪ জন। জেলায় হোম আইসোলেশনে আছেন ৬৯৮ জন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৪০৭ জনের। এরমধ্যে করোনাভাইরাস পজিটিভ ২ হাজার ৫১১জন। জেলায় মোট শনাক্তের গড় ২৪ দশমিক ১৩ শতাংশ।

অপরদিকে জুন মাসে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭৮৬টি। করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৯৩ জনের। শনাক্তের গড় ৫০ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাস পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে ৫২ জনের ও উপসর্গ নিয়ে মৃত্যু ২৪৮ জনের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত