নাফ নদী থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ : ১২ জুন ২০২১, ১৬:০২

সাহস ডেস্ক

কক্সবাজারের টেকনাফের হারাংখালীর নাফ নদীর তীর থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

শনিবার (১২ হুন) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহেদ হোসেন জানান, শিশুসহ নিহত তিন জনই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা তিনজনই উখিয়ার বালুখালি ক্যাম্পে বাসিন্দা হতে পারেন। নারীর বয়স আনুমানিক ৩০ বছর। দুই শিশু মধ্যে একজনের ছয় বছর, অন্যজনের চার বছর হতে পারে। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ শুরু করছে।

স্থানীয় একজন জানান, এই এলাকা রোহিঙ্গা অধ্যুষিত হওয়ায় নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় সময় রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। তা ছাড়া সরকারের সিদ্ধান্তে ২০১৭ সালের পর থেকে নাফ নদীতে টানা চার বছর ধরে টেকনাফের স্থানীয় জেলেদের মাছ ধরাও বন্ধ, নদীতে মাছ ধরার নৌকাও নেই। তারা হয়ত বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত