শিবগঞ্জ সীমান্তে বিজিবির ৪টি পৃথক অভিযানে ফেনসিডিলসহ আটক ১

প্রকাশ : ০৮ জুন ২০২১, ২২:৩৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্তে বিজিবির ৪টি পৃথক অভিযানে ৫৬৯ বোতল ফেনসিডিলসহ আব্দুল জব্বার (৪২) নামে একজন আটক হয়েছে। সোমবার (৭ জুন) অভিযানগুলো চালানো হয়।

আটক জব্বার উপজেলার কানসাট মিলিক গ্রামের সেতাউর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯'বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিয়ালমারার মোড়লপাড়া গ্রামে একটি পুকুরে লুকানো ৩৬৩ বোতল মালিকবিহীন ফেনসিডিল উদ্ধার হয়। প্রায় একই সময় শিয়ালমারা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে মিন্টু আলীর (৩৫) বসতবাড়ি তল্লাশী করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হলেও কেউ আটক হয়নি।

তিনি আরো বলেন, এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে একই গ্রামের আবু সাইদের ছেলে শরিফুল ইসলামের (৩৫) বসত বাড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হলেও শরিফুলসহ সংশ্লিস্ট ৫ জন পালিয়ে যায়। একই দিন বিকেল ৫টার দিকে পিরোজপুর গ্রাম থেকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক হয় জব্বার। এসব ঘটনায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত