রামেক হাসপাতালে করোনায় এক দিনে ৭ মৃত্যু

প্রকাশ : ০৭ জুন ২০২১, ১৪:৩৪

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন। তারা সবাই করোনাভাইরাস আক্রান্ত ছিলেন।

রবিবার (৭ জুন) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ১ জুন সকাল ৬টা থেকে ৭ জুন সকাল ৬টা পর্যন্ত হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে ৪২ জনই মারা গেছেন করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ১ জুন, সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন, ৬ জুন ছয়জন ও সর্বশেষ ৭ জুন সাতজন মারা যান।

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩২ জন। এর মধ্যে আইসিউতে ১৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নওগাঁর একজন রয়েছেন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত