চীনের সঙ্গে কোনও জটিলতা নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৬ জুন ২০২১, ১৮:৩০

সাহস ডেস্ক

চীনের সঙ্গে কোনও জটিলতা তৈরি হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র থেকে করোনার টিকা দ্রুত আসবে। রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি হবে। তবে কখন হবে না হবে সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে।

রবিবার (৬ জুন) রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি খুব তাড়াতাড়ি হবে। কখন হবে না হবে সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। আমরা লাইন করিয়ে দিয়েছি, বাকিটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ। ক্রয় এবং যৌথ উৎপাদনের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, চীনের কাছ থেকে টিকা কেনার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়নি। আমরা বলেছি টিকা কিনতে চাই এবং তোমরা কোনও বাধা ছাড়াই জোগান দাও। চীন আমাদের বলেছে তারা কোনও বাধা ছাড়াই টিকা সরবরাহ করবে। চীনের সঙ্গে উৎপাদনের বিষয়ে বিস্তারিত বলতে পারবো না।

মন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন—তাদের দেশ থেকে সরেজমিন পরিদর্শনের জন্য দল আসবে। তারা এসে সরেজমিন দেখে বিষয়টি চূড়ান্ত করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত