হিলিতে ভারতফেরতসহ ৪ জনের করোনা শনাক্ত

প্রকাশ : ০৫ জুন ২০২১, ১৫:৩৯

সাহস ডেস্ক

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত এক যাত্রীসহ ৪জন কোভিড আক্রান্ত হয়েছেন। তবে এদের ভারতীয় ধরন রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

শনিবার (৫ জুন) দিনাজপুর সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ড. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।

হিলিতে এ নিয়ে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১১ জনে। এরর মধ্যে মারা গেছেন একজন, সুস্থ হয়েছেন ৯৩ জন, চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন।

গত ১৯ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরছেন। দেশে প্রবেশের পর করোনা টেস্ট করে নেগেটিভ রিপোর্ট আসলে তাদের স্থানীয় আবাসিক হোটেলগুলোতে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত