মেঘনার কবল থেকে রামগতি ও কমলনগরকে বাঁচাতে ব্যতিক্রমী মানববন্ধন

প্রকাশ : ৩১ মে ২০২১, ১৪:২৯

মেঘনার ভয়াবহ ভাঙ্গন থেকে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাকে বাঁচাতে নদী বাঁধের প্রকল্প একনেক মিটিং-এ পাসের দাবীতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ব্যতিক্রমী মানববন্ধন সম্পন্ন হয়েছে।

মেঘনার ভয়াবহ ভাঙ্গন থেকে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ৭ লক্ষ মানুষের ভিটে-বাড়ি বাঁচাতে সরকার কর্তৃক গৃহীত নদী বাঁধ প্রকল্প একনেক মিটিং-এ পাসের দাবীতে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর পাড়ে অদ্য সোমবার (৩১ মে) সকাল ১০ টার সময় হাজার হাজার মানুষের অংশগ্রহণে কয়েক কিলোমিটার ব্যাপী ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদী ভাঙ্গা সাধারণ মানুষের অরাজনৈতিক সংগঠন “কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের” আয়োজনে ও সংগঠনের আহবায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

রামগ‌তি উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি মেজবাহ উদ্দিন, ভি‌পি হেলাল, ফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুন, কমলনগর প্রেসক্লাব সে‌ক্রেটারী ইউছুফ আলী মিঠু, সমাজ‌সেবক সাজ্জাদুর রহমান, হাজিরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন বিপ্লব, খ‌লিল মেম্বার,  ছাত্রলীগ নেতা রা‌কিব হো‌সেন লোটাস, আবদুল্লাহ আল রায়হান, সংগঠক ইমরান হো‌সেন শা‌কিলসহ বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রা‌কিব বছ‌রে মেঘনার ভাঙ‌নে রামগতি-কমলনগর প্রায় অর্ধেক নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। ৩২ কি.মি. জুড়ে তীব্র ভাঙ্গনে ২ লাখ মানুষ নি:স্ব হ‌য়েছে, আরো ৫ লাখ মানুষ নদী ভাঙ্গনে তাদের ভিটে-বাড়ি হারানোর হুমকির মুখে। নদী বাঁধের প্রকল্পটি এবারে একনেক মিটিং-এ পাশ না হলে বাংলাদেশের মানচিত্র থকে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা হারিয়ে যাবে। ঘর বাড়ি হারিয়ে ৭ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে যাবে। তাই তারা দ্রুত নদী বাঁধের প্রকল্পটি আগামী কা‌লের একনেক মিটিং-এ পাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শে‌ষে পানি সম্পদ প্র‌তিমন্ত্রী ক‌র্নেল অব: জা‌‌হিদ ফারুক এম‌পির সুস্থতা কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা ও লক্ষ্মীপুর-৪ আসনের এম‌পি মেজর অব: আবদুল মান্না‌ন এঁর জন্য বি‌শেষ দোয়া ক‌রা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত