সিলেটে তিন দফা ভূকম্পন অনুভূত

প্রকাশ : ২৯ মে ২০২১, ১৫:১৬

সাহস ডেস্ক

সিলেটে তিন দফা ভূকম্পন অনুভূত হয়েছে। পর পর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠার পর দুপুর ২টার দিকে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম দফায়  ও ১৪ মিনিটের ব্যবধানে ১০টা ৫০ মিনিটে দ্বিতীয় দফায় (আফটার শক) ভূমিকম্প অনুভূত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, দ্বিতীয় দফা ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। তবে, তাৎক্ষণিকভাবে বাকি দুইটি ভূমিকম্পের মাত্রা জানা যায়নি।

ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মেট্রোলজিস্ট মমিনুল ইসলাম জানান, সর্বশেষ দুপুর ২টার দিকে প্রবল ঝাঁকুনিতে ভূমিকম্প অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল সিলেটের আশপাশে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক শূন্য।

তিনি বলেন, এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্পের রিখটার স্কেল ছিল ৩ দশমিক শূন্য। দ্বিতীয় ঝাঁকুনি ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ১। এছাড়া ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ২ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। তিনটিরই উৎপত্তিস্থল সিলেটের আশপাশে। ঢাকা থেকে উত্তর পূর্বে এর অবস্থান।

মমিনুল ইসলাম বলেন, ডাউকি ফল্টের কারণে সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা। যে কারণে জৈন্তাপুর সীমান্তের দিকেই এর উৎপত্তিস্থল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত