দ্বীপচর নিজাম থেকে ২টি হরিণ শাবক উদ্ধার

প্রকাশ : ২৮ মে ২০২১, ১৪:৩৫

সাহস ডেস্ক

ভোলার চরফ্যাশনে দুর্গম দ্বীপচর চর নিজাম থেকে দুটি চিত্রা হরিণ শাবক উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচতে হরিণ শাবক দুটি লোকালয়ে চলে আসে।  

২৭ মে (বৃহস্পতিবার) বিকেলে চর নিজামের নূর মোহাম্মদ কোম্পানির বাড়ির দরজা থেকে বন বিভাগের কালকিনি বিট বনকর্মীরা হরিণ শাবক দুটি উদ্ধার করেন। 

বর্তমানে হরিণ শাবক দুটি কালকিনি বন বিভাগের অফিসের হেফাজতে আছে। দীর্ঘ সময় পানিতে থাকায় তারা অসুস্থ হয়ে পরে। বন বিভাগের কর্মীরা হরিণ দুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছে। বর্তমানে তারা আশংকা মুক্ত রয়েছে। প্রকৃতি শান্ত হলে হরিণ শাবক দুটিকে ফের বনে অবমুক্ত করা হবে।

ভোলা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে জলোচ্ছ্বাসে বঙ্গোপসাগর তীরবর্তী চর নিজামের কেওড়া বাগান থেকে জোয়ারের পানির স্রোতে হরিণ শাবক দুটি ভেসে আসে। বৈরী আবহাওয়া কেটে গেলে হরিণ শাবক দুটি বনে অবমুক্ত করে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত