পাখির বাসা ভাড়ার চেক পেলেন ক্ষতিগ্রস্ত পাঁচ বাগান মালিক

প্রকাশ | ২৫ মে ২০২১, ২২:৩৩ | আপডেট: ২৫ মে ২০২১, ২২:৪৮

অনলাইন ডেস্ক
আলোকচিত্র : সংগৃহীত

অতিথি পাখির বাসা ভাড়ার টাকার চেক পেলেন রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের সেই বাগান মালিকরা।

আজ ২৫ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পাঁচ আমবাগান  মালিকদের মোট ৩ লাখ ১৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

সেই পাঁচ আমবাগান মালিক ২০১৯ সালের জন্য পাখির বাসার ভাড়া হিসেবে শফিকুল ইসলাম ৪০ হাজার, মঞ্জুর রহমান ২ লাখ, সাহাদত হোসেন ৯ হাজার, সানার উদ্দিন ৪০ হাজার ও শিরিন আখতার ২৪ হাজার টাকার চেক পেয়েছেন।ওই অনুষ্ঠানে 

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন। উপস্থিত ছিলেন রাজশাহী সামাজিক বন বিভাগের সহকারী বনসংরক্ষক মেহেদীজ্জামান, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, বাঘা উপজেলা বন কর্মকর্তা জহুরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারঘাট ফরেস্ট রেঞ্জার এ বি এম আবদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চারঘাট ফরেস্ট রেঞ্জার এবিএম আব্দুল্লাহ।