জেলের জালে আটকে প্রাণ গেল বিপন্ন প্রজাতির শুশুকের

প্রকাশ : ২৫ মে ২০২১, ২১:৪৫

সাহস ডেস্ক
আলোকচিত্র : সংগৃহীত

বাগেরহাটে মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে একটি গাঙ্গেয় শুশুক জালে আটকে পরে প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুর ১টার দিকে বারইখালী গ্রামের মাওলানা আব্দুল হাই এর জালে আটকে প্রাণ হারায় স্তন্যপায়ী প্রাণীটি। শুশুকটি জালের সাথে উপরে তোলার কিছুক্ষণের মধ্যে মারা যায়।

মৃত শুশুকের ছবি দেখার পর পরিবেশ ও জীববৈচিত্র গবেষণা প্রতিষ্ঠান ইসাবেলা ফাউন্ডেশনের বন্যপ্রাণী গবেষক সাবিত হাসান প্রাণীটিকে গাঙ্গেয় ডলফিন বা শুশুক (গ্যাংস রিভার ডলফিন) বলে নিশ্চিত করেছেন। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী গাঙ্গেয় শুশুক সংরক্ষিত প্রজাতির। ডব্লিউসিএসের তালিকা অনুযায়ী, প্রাণীটি বিপন্ন প্রজাতির।

মোরেলগঞ্জের জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বিভিন্ন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পানগুছি নদে নিয়মিত শুশুক দেখা যায়। জালে ওঠার পরও শুশুকটি জীবিত ছিল। খবর পেয়ে তারা সেখানে পৌঁছানোর আগেই এটি মারা যায়। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা শুশুকটির মরদেহ উদ্ধার করেছি। শুশুকটির ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আলামত ঢাকা ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত