জেবুন্নেছাকে নিয়ে সংবাদ ঠেকাতে তথ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্যের চিঠি

প্রকাশ : ২১ মে ২০২১, ০১:৩৪

সাহস ডেস্ক

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় আলোচনায় আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাকে নিয়ে সংবাদ ঠেকাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৯ মে) তথ্য মন্ত্রণালয়কে এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, রাষ্ট্রের একজন কর্মকর্তা এবং সাধারণ নাগরিক হিসেবে এতে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনের মর্যাদাহানি হচ্ছে। এ কারণে অনতিবিলম্বে বিষয়টি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে কাজী জেবুন্নেসা বেগম, অতিরিক্ত সচিব সম্পর্কে অসত্য সংবাদ, ছবি বা ভিডিও ক্লিপ প্রচার করা থেকে বিরত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সেই চিঠিতে তথ্য অধিদপ্তরের প্রধান হিসেবে 'প্রধান তথ্য কর্মকর্তা'র স্থলে 'মহাপরিচালক' উল্লেখ করা হয়েছে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বহীনতার পরিচয় ফুটে উঠেছে বলে গণমাধ্যমকর্মীরা বলছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত