সাংবাদিক রোজিনার মামলার তদন্তের দায়িত্বে ডিবি

প্রকাশ : ১৯ মে ২০২১, ১৭:৩১

সাহস ডেস্ক
আলোকচিত্র : সংগৃহীত
কোনো ধরণের অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়েছে।
 
মামলার নথিপত্র ১৯ মে (বুধবার) ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান রমনা বিভাগের উপ-কমিশনার মো.সাজ্জাদুর রহমান। তিনি বলেন, 'নথি আজ সকালে ডিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারাই মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।'
 
এ ঘটনায় ১৮ মে (মঙ্গলবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
 
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত