শিবগঞ্জ সীমান্তে ৭৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় স্মার্টফোন জব্দ

প্রকাশ : ১৮ মে ২০২১, ১৬:২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ৭৭ লক্ষ টাকা মূল্যের ৩৩৭টি ভারতীয় বিভিন্ন ব্রান্ড ও মডেলের চোরাই স্মার্ট ফোনসেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। 

১৭ মে (সোমবার) ভোররাতে সীমান্তের শূণ্য লাইনে অভিযানটি চালানো হয়। দু’দিক থেকে চালানো সাঁড়াশি অভিযানে নেতৃত্ব দেন চাঁপ্ইানবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক হাফিজুর রহমান।

ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৭৯ মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলারের নিকটবর্তী সন্দেহজনক এলাকায় বিজিবি’র টহল দল তল্লাশী অভিযান শুরু করে। এ সময় চোরাকারবারীরা ৬টি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি মালিকবিহীন প্যাকেটগুলি উদ্ধার করে ভেতরে রক্ষিত ৭৬ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৩৩৭টি ভারতীয় নতুন ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত