ঢাকায় পৌঁছেছে চিনের উপহার দেওয়া পাঁচ লাখ ভ্যাকসিন

প্রকাশ | ১২ মে ২০২১, ০৪:১৮ | আপডেট: ১২ মে ২০২১, ১৩:৫৮

অনলাইন ডেস্ক

বাংলাদেশেকে চিনের উপহার দেওয়া পাঁচ লাখ সিনোফার্মের ভ্যাকসিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ পরিবহণ বিমানে করে ভ্যাক্সিনগুলো দেশে আনা হয়েছে।

বুধবার (১২ মে) ভোরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকায় এসে পৌছায়।

চীনের সিনোফার্ম ভ্যাকসিনগুলো এখন আনলোড করা হয়েছে। কোল্ড চেইন মেইনটেইন করে তারা সুবিধাজনক সময়ে সাধারণ জনসাধারণকে দেবার ব্যবস্থা নেয়া হয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এ লক্ষ্যে ৫ লাখ সিনোফার্ম টিকা দেবে। এ টিকা আগামী ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১ টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা হয়।