লাইনে গড়ালো বিদ্যুৎচালিত মেট্রোরেল (ভিডিও)

প্রকাশ : ১১ মে ২০২১, ১৬:০৬

সাহস ডেস্ক

দেশের প্রথম বিদ্যুৎচালিত ট্রেন মেট্রো ট্রেনের পারফরম্যান্স টেস্ট শুরু হয়েছে। এর মাধ্যমেই বাংলাদেশে প্রথমবারের মতো রেলের লাইন ছুঁলো মেট্রোরেল। এ সময় ছয়টি বগি একত্রিত করে রেল লাইনে চলানো হয়। পরে নির্ধারিত স্থানে ট্রেনের দরজা খোলার পর মেট্রোরেলের কর্মকর্তারা তাতে প্রবেশ করেন।

মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো এলাকায় রেল লাইনের ওপর এ টেস্ট শুরু হয়।

এদিকে এ উপলক্ষে ডিপোতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদের প্রথম উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। মেট্রোরেল নির্মাণকাজের সার্বিক গড় অগ্রগতি ৬৪ শতাংশের মতো।

তিনি জানান, আগস্টের মধ্যে ডিপো এলাকার ভায়াডাক্টের ওপর পারফরম্যান্স টেস্ট শুরু করা হবে। এই টেস্ট শেষ হওয়ার পর ইন্ট্রিগ্রেটেড টেস্ট শুরু করা হবে। ইন্ট্রিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত